নুরুল আলম: খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী বলেছেন, আলুটিলায় সড়ক দূর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় অভিযুক্তদের কোনই ছাড় দেয়া হবে না। এরিমধ্যে হেলপারকে আইনের আওতায় আনা হয়েছে। শিগগির চালককেও আটক করা সম্ভব হবে।
তিনি রোববার বিকেলে মহালছড়ির চোংড়াছড়ি গ্রামের একই পরিবারের চার স্বজনহারা চাইঅংগ্য মারমা’র বাড়ীতে তাঁকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন।
তিনি এই ঘটনায় দু:খ প্রকাশের পাশাপাশি স্বজনদের মন শক্ত করে এগিয়ে যাবার অনুরাধ জানান।
পুলিশ সুপার মজিদ আলী নিহতের পরিবারকে নগদ অর্থ প্রদান ছাড়াও পরিবারটির পাশে সব সময় জেলা পুলিশ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় এলাকাবাসী ছাড়াও মহালছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি থানার ওসি সেমায়ুন কবির চৌধুরী, ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, নিহত নেইম্রার বাবা থোয়াইঅংগ্য মারমা উপিস্থিত ছিলেন।
পুলিশ সুপার মজিদ আলী আলুটিলা এলাকার মতো ঝুঁকিপূর্ন সড়কে যে কোন ধরনের উৎসব আয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়ারও আহ্বান জানান তিনি।