
খাগড়াছড়ি প্রতিবেদক: খাগড়াছড়ির আলু টিলায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করতে গিয়ে ৮জন নিহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা বিএনপিরে সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করে হতাহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে নেতা-কর্মিদের আহতদের পাশে দাঁড়ানোর আহবান জানান