খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গা পৌরসভার দায়িত্বভার গ্রহনের কয়েক মাসের মাথায় তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণিতের উন্নীত করার কথা উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক মাটিরাঙ্গা পৌরসভাকে মাদকমুক্ত, শক্তিশালী ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক। তিনি মাটিরাঙ্গা পৌরসভাকে সামনের দিকে এগিয়ে নিতে নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।
মাটিরাঙ্গা পৌরসভার তৃতীয় নির্বাচিত পরিষদের এক বছর পুর্তি উপলক্ষ্যে পৌরসভার সার্বিক উন্নয়নে কর্মপরিকল্পনা বিষয়ে নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মাটিরাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা‘র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মো: নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতা সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো: শামীম মৃধা, বাজার ব্যবসায়ী নেতা হাজী মোকছেদ আহমেদ, মো: শামছুদ্দিন মাষ্টার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহীদুল ইসলাম সোহাগ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: খাবদুল খালেক প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।