খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার চোর ধরতে গিয়ে চোরের দেওয়া দা’য়ের কোপে আহত হয়েছে দুই জন হয়েছে এবং ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ভূয়াছড়িতে নবী আলমের বাড়িতে এ ঘটানা ঘটেছে।
নবী আলম জানান, রাত ৩ টার দিকে আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে যায়। উঠানে দেখতে পান মুরগির খোপের পাশে ২জন চোর। তিনি চিৎকার করলে তার বাবা মোঃ আতাউর (৪৮), কাকা ওয়াহেদ আলী (৪২) ও অন্যান্য প্রতিবেশীরা ছোটে এসে চোরদের ঘেরাও করে। চোরেরা অবস্থা বেগতি দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১জনকে ধরে ফেলে। এসময় চোরের হাতে থাকা দা’ দিয়ে আঘাত কুপিয়ে বাবা ও কাকা আহত হয়।
আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তারেক মোঃ আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নয়ন্টু চাকমা নামের ১জন আটক করা হয়েছে, সে চিকিৎসাধিন রয়েছে। মামলা দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।