আল-মামুন, অপরাদ সংবাদ: গুইমারা উপজেলার নির্বাচনের প্রতীক বরাদ্ধ সম্পন্ন। তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বাবু মেমং মারমা দলীয় প্রতীক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী মো: ইউচুপ দলীয় প্রতীক (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী বাবু উশ্যেপ্রু মারমা (আনারস) প্রতীকে নির্বাচন করবেন।
ভাইস চেয়ারম্যান পদে চারজন পূন্য কান্তি ত্রিপুরা (ধানের শীষ) প্রতীক, মোঃ নুুরুন্নবী (নৌকা), থোয়াই অংগ্য চৌধুরী (টিউবওয়েল), মিল্টন চাকমা (চশমা) প্রতীকে নির্বাচন করবেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতীদ্বন্ধীতা করছেন। হ্লাউচিং মারমা (ধানের শীষ), ঝর্ণা ত্রিপুরা (নৌকা) প্রতীকে নির্বাচন করবেন।
আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২টায় উপজেলার অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানে গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) মোঃ রিপন হোসেন, গুইমারা উপজেলা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ও সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম, উশ্যেপ্রু মারমাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গুইমারা উপজেলা নির্বাচনের প্রার্থী ছিলেন ৫ জন, ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমানে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
গুইমারা উপজেলা নির্বাচনের জন্য মোট ভোট কেন্দ্র ১৪টি যার মধ্যে বেশির ভাগই উপজাতীয় দূর্গম এলাকায়। এর মধ্যে পাহাড়ি ভোটার রয়েছে প্রায় তিন ভাগের দুই ভাগই। উপজেলায় মোট ভোটার ২৭ হাজার ৯৯২ জন। মহিলা ভোটার ১৩,৬২৫ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১৪,৩৬৭ জন।
নির্বাচন কমিশন বলেছেন, নির্র্বাচন বিধিমালা মেনে প্রার্থীদের নির্বাচন করার জন্য নির্বাচন বিধিমালা লঙ্গন কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনও প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে ব্যাপারে কমিশনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বলে জানান।