খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। সোমবার আনুমনিক রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন সানজেদুল ইসলামের নেতৃত্বে একটি সেনাটহল মংহ্লা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মংহ্লা পাড়া এলাকায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা একটি অস্ত্র ব্যবসায়ী দল উপজাতীয় দুষ্কৃতিকারীদের কাছে অস্ত্র বিক্রি করছে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। নিরাপত্তা বাহিনী দুষ্কৃতিকারীদের আস্তানাটি ঘেরাও করার চেষ্টা করলে সন্ত্রাসীরা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ নথিপত্র রেখে পালিয়ে যায়।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হলে থানায় একটি সাধারণ ডাইরি রুজু করা হয়েছে।