নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাইসছড়িতে চাঁদা অাদায়কালে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ যতীন ত্রিপুরা(৩২) নামে ইউপিডিএফ’র এক সন্ত্রাসীকে অাটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাইসছড়ি বাজার থেকে তাকে অাটক করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, যতীন ত্রিপুরা দীর্ঘ দিন ধরে মাইসছড়ি বাজারে চাঁদা অাদায় করে অাসছিল। সে নিরাপত্তা বাহিনীর নজড়ে ছিল।
সোমবার মাইচছড়ি বাজারে চাঁদা অাদায় করতে অাসলে তাকে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ চাঁদা আদায় কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সে থলিবাড়ী গ্রামের কালি বন্ধু ত্রিপুরার(ওয়ার্ড কমিশনার) ছেলে।