নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দিঘীনালায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা কমিটি গতকাল মঙ্গলবার গঠিত হয়েছে। দিঘিনালা মডেল সরকারী বিদ্যালয়ের হল রুমে খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মিয়া মো: ওমর ফারুখ এর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
দীপুলাক্ষ চাকমাকে সভাপতি, আতিক উল্লাহ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, সুদত্ত চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটিকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সবিনয় দেওয়ান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ ভট্টাচার্য্য অভিনন্দ জানান। এবং সুষ্ঠুভাবে কেন্দ্রীয় কর্মসূচী পালনের আহ্বান জানান।