আল-মামুন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল আলমের সাথে আজ মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল সালাউদ্দীন আহম্মেদ মিয়াজী।
এ সময় পৌর মেয়র খাগড়াছড়ি পৌর শহরের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। ভাইস চ্যান্সেলরও খাগড়াছড়িতে তার চাকরী জীবনের নানা স্মৃৃতির কথা তুলে ধরে খাগড়াছড়িতে সমম্ভাবণাময়ী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাসহ ঐতিহ্যকে ধারণ করে পর্যটন শিল্পের উন্নয়নের পরামর্শ দেন।
এছাড়াও তিনি, নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে নানা মূখী উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষার প্রসারসহ স্থানীয় ভাবে কর্মসংস্থানের জন্য উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
এ সময় খাগড়াছড়ি পৌরসভার প্রথম চেয়ারম্যান মো: জাহেদুল আলম, সাবেক পৌর কমিশনার এস.এম শফি,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্নসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল সালাউদ্দীন দুইদিন এর সফরে খাগড়াছড়ি আসে।