নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। জানা গেছে, ১৪ মার্চ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে রামগড় থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খাঁন এর নেতৃত্বে পুলিশের তাকে আটক করে।
রামগড় পৌরসভার দারগাপাড়া এলাকায় অভিযান চালালে বেলাল হোসেনের স্ত্রী বিবি কুলছুম (৩৫) তেমুহুনী নামে পরিচিত মহিলা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ফেন্সিডিল ও মাদক সেবনের কিছু আলামত উদ্ধার করে।
রামগড় থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খাঁন জানান, আটককৃত মহিলা স্বামীর সহায়তায় মাদক ব্যবসা করে আসছিলো। এ ব্যাপারে রামগড় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।