নিজেস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলার মাস্টারপাড়া এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম ও সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩২-বিজিবির অধিনায়ক হাসানুজ্জামান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়–য়া সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা, প্রতিবন্ধীদের সাথে স্বাভাবিক আচরণ করা ও তাদের চিকিৎসায় অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান।