আল-মামুন,নিজেস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় দ্রুতগামী মোটর সাইকেল চাপায় আমিনুল ইসলাম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যৃ হয়েছে।
এ ঘটনায় সোলাইমান নামের আরো এক ব্যক্তি আহত হয়েছে। নিহত আমিনুর বড়ডলুর বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বড়ডলু ভুতাইছড়ির মুখ এলাকায় রাস্তার পাশে থাকা আমিনুল ইসলামকে দ্রুতগামী মোটরসাইকেলটি চাপা দেয়।
এ ঘটনায় তার সাথে থাকায় সোলাইমান নামের আরো এক যুবক আহত হয়। আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক (জীপ ড্রাইভার) বাচা মিয়া পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের মালিক বড়ডলুর মনসুর আলী বলে জানা গেছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।