নিজেস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি: “ঐক্যবদ্ধ হলে সবে,যক্ষ্মামুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ^ যক্ষ্মা দিবস। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভা করে।
খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ,নাটাব ও ব্যাকের আয়োজনে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারকী।
বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, ব্র্যাকের ব্যবস্থাপক সৈয়দ নুরু ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।