নিজেস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তিনটি বাদে সব কেন্দ্রের ফলে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।জঙ্গি অভিযানের আতঙ্ক ছাপিয়ে মানুষের বিপুল অংশগ্রহণের মধ্যে ভোটগ্রহণ শেষে কুমিল্লা টাউন হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে।
১০৩টি কেন্দ্রের মধ্যে ৯৮টির ফল রাত পৌনে ৯টা পর্যন্ত ঘোষণা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকে সাক্কু পেয়েছেন ৬৭ হাজার ৬২৯ ভোট। নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা সীমার ভোট ৫৫ হাজার ৩১২।
২০১২ সালে সীমার বাবা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আফজল খানকে হারিয়ে কুমিল্লার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।
নির্দলীয় সেই নির্বাচনে হাঁস প্রতীকের সাক্কুর সঙ্গে আনারস প্রতীকের আফজলের ভোটের ব্যবধান ছিল ২৯ হাজার।