নিজেস্ব প্রতিবেদক,মাটিরাঙ্গা: মাটিরাঙ্গায় প্রেমিকের সাথে কথা কাটাকাটির জের ধরে গলায় ফাঁসি দিয়ে সুফিয়া আক্তার (২০) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সকালে মাটিরাঙ্গার ওয়াছু বাজার চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে মাটিরাঙ্গা কলেজের ছাত্রী বলে জানা গেছে। সে ওয়াছু বাজার চৌধুরীপাড়া গ্রামের মো. আবদুর রহিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানায়, শনিবার সকাল ১০টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নিজেদের বাড়ির পেছনের একটি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁসি দিয়ে সুফিয়া আক্তার আত্মহত্যা করে।
পরিবারের সদস্য খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের জঙ্গলে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ ইতিমধ্যে নিহত সুফিয়ার ব্যাবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলে জানান।