
বজ্রপাতের ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। আগুন নিভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা কোন জিনিস-পত্র রক্ষা করা সম্ভব হয়নি বলেও স্থানীয়রা জানিয়েছে। বজ্রপাতের সময় ঘরের মধ্যে কেউ ছিলনা বলে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।
মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার ঘরটি সম্পূর্ণরুপে আগুনে ভস্মীভুত হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। এসময় তিনি বজ্রপাতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের স্বান্তনা দিয়ে তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।