নিজেস্ব প্রতিবেদক-গুইমারা:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকা থেকে চাঁদা আদায়কালে নিথোয়াই মারমা (১৮) ও রামপ্রুচাই মারমা নামে দুই উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় আটককৃতদের কাজ থেকে চাঁদা ২ লক্ষ ৮২ হাজার ৭শ টাকা,ব্যবহৃত ২টি মোটর সাইকেল ও নথিপত্র উদ্ধার করেছে বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদাবাজির গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার শহীদুল রহমানের নেতৃত্বে গুইমারার কালাপানি এলাকায় আটক দুই যুবককে হাতে নাতে আটক করে। আটককৃতরা ইউপিডিএফের কালেক্টর বলে সূত্র জানান।
সেনা বাহিনী চাঁদাবাজি কালে ২ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়রুল হক জানান, আটককৃতদের থানায় হস্থান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।