
বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাদের আটক করা হয়। সে গুইমারার মেম্বারপাড়ার বাসিন্দা মো: আবু তাহের মিন্টুর ছেলে। আটক যুবক মোহাম্মদ হোসেন দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসায়ার সাথে জড়িত বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী সূত্র।
গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকা থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে নিরাপত্তা বাহিনী। মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. তানজিম হোসাইনের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল এ অভিযান পরিচলনা করেন ।
আটক মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে গুইমারার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে নিরাপত্তা বাহিনীর কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটকের সত্যতা নিশ্চিত করে আটক যুবককে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হবে বলেও মাটিরাঙ্গা সেনা জোন সূত্র নিশ্চিত করে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে বলে আটকের সত্যতা নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মো: শাহাদাৎ হোসেন টিটো।