নুরুল আলম:: খাগড়াছড়ির নতুন উপজেলা গুইমারায় সেনা রিজিয়নের উদ্যোগে বর্ষবরণে মেতে উঠেছে স্থানীয়রা। বাঙ্গালী জাতির চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে র্যালীতে যোগ হয় গরুর গাড়ী,পালকিসহ ছিল জমকালো আয়োজন। বর্ষবরণে রঙিন পোশাকে ব্যানার ফস্টুনসহ সাজ-সজ্জা ছিল চোখে পড়ার মত।
শুক্রবার সকালে ৯টায় গুইমারা বাজার থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে রিজিয়ন মাঠে দুই দিন ব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান পিএসসিজি। এ সময় বিশেষ অতিথি ছিলেন, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল গোলাম ফজলে রাব্বি,উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুবায়রুল হক,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নানা সম্প্রদায়ের নেতৃবৃবৃন্দ সেনা-বিজিবি, পুলিশ সদস্যদের পরিবারবর্গ র্যালীতে অংশ নেয়।
পরে দুই দিন ব্যাপী বৈশাখীর বিভিন্ন স্টলসহ মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বাঙালীদের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাদুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান, পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায় শান্তি-সম্প্রীতি বজায় রেখে বছর জুড়ে এভাবেই উৎসবের আমেজে সহবস্থান সৃষ্টিতে আন্তরিক হয়ে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
