নিজেস্ব প্রতিবেদক,পানছড়ি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মদ খেলে মাতলামি করা ও ৬ মামলা আসামীসহ ২ ব্যক্তিকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ এপ্রিল শনিবার ভ্রাম্যমান আদালতে এই সাজা প্রদান করা হয়।
জানাযায়, উপজেলার ছনটিলা থেকে দুপুর সাড়ে ১১টার দিকে শনটিলা গ্রামের বাসিন্দা মুকবুল হোসেনের ছেলে, ৬মামলার আসামী সন্ত্রাসী মোঃ জয়নাল আবেদীন (২৮) কে আনসার ক্যাম্পের সদস্যরা মদ্যপ অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ জয়নালকে থানায় নিয়ে আসে।
অপর দিকে, প্রকাশে মদ পান করে মাতাল অবস্থায় এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার সময় ইসলামপুর গ্রাম থেকে মোঃ সলে আহাম্মদের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৭)কে গত কাল শুক্রবার রাঁতে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়। পরে পানছড়ি থানার এএসআই অসিম এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে থানা নিয়ে আসে।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক প্রকাশ্যে মদ সেবন করে মাতলামি করার অপরাধে, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ জয়নাল আবেদীনকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (ঘ) ধারায় প্রকাশ্যে মদ পান করার অপরাধে ৩ মাসের সাজা প্রদান করে।পানছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।