নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে নবগঠিত জেলা কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, কংচাইরী মাস্টার, এডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূইয়া, অনিমেষ দেওয়ান নন্দিত, মো. বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, ক্ষেত্র মোহন বোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, আইয়ুব খান, অনিমেষ চাকমা রিংকু, কোষাধক্ষ্য মো. মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আব্দুর রব রাজা, খনি রঞ্জন ত্রিপুরা, সদস্য এডভোকেট আলী নুর, এডভোকেট ফিরোজুল আলম চৌধুরী, আব্দুর রহমান ভূইয়া, সাবেক মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান নাছির অাহমেদ চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন,সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা:) জহির আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি এসএম আবু তাহের, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মহিলা দলের সভানেত্রী সাহানাজ বেগম রুজি, জেলা বাস্তহারা দলের সাধারণ সম্পাদক বাহাদুরুল হক বাহার, জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মো. রিয়াসদ এবং নবগঠিত জেলা কৃষকদলের সকল নেতৃবৃন্দ।
উল্লেখ সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু গফুর আহমেদ তালুকদার সভাপতি, নীল পদ চাকমাকে সম্পাদক ও মো. হান্নান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের খাগড়াছড়ি জেলা কৃষক দলের কমিটি অনুমোদন করেন।