ডেক্স রিপোর্ট: আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ-এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এই দিনটি বুদ্ধ ধর্মাবলম্বি বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীযেূর সঙ্গে পালন করছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্র,র্যালী, বুদ্ধপূজা, সেমিনার, প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হবে।
বৌদ্ধধর্ম মতে, মহামতি গৌতম বুদ্ধ ৫৬৩ খ্রিষ্টপূর্বে নেপালের শাক্যরাজ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শুদ্ধোধন ও রানি মহামায়ার ঘরে জন্ম নেওয়া এই মহামানবের শৈশবে নাম ছিল সিদ্ধার্থ। সংসারজীবন ত্যাগ করে তিনি মানুষের মুক্তির জন্য সন্ন্যাসব্রত গ্রহণ করেন। বোধিলাভের পর দীর্ঘ ৪৫ বছর তিনি বৌদ্ধধর্ম প্রচার করেন। প্রতিষ্ঠা করেন অহিংস বৌদ্ধধর্ম।