নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি সদরের নুনছড়ি থলিপাড়া এলাকায় পুকুরে ডুবে মা ও শিশু পুত্রের মৃত্যু হয়েছে। বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মা বীরবালা ত্রিপুরা (২০) শিশুপুত্র সীমান্ত ত্রিপুরা (২)কে নিয়ে পুকুরে গোসল (স্নান) করতে গেলে শিশুটি হাত থেকে ছুটে ডুবে যায়।
পরে সন্তানকে বাঁচাতে মা গভীর পানিতে গেলে তিনিও আর সাঁতরে উঠতে পারেননি।ফলে দু‘জনেই পানিতে ডুবে মারা যায়। প্রতিবেশী লোকজন তাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।