নিজেস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানার পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় কালাপানির জোড়া খাম্বা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
গাজা ব্যবসায়ী জমির আলী (৫৫) দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে স্থানীয় যুব সমাজকে বিপদগামী করে আসছে। গুইমারা থানার এ এস আই প্রাণ কৃষ্ণ এর নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার জোড়া খাম্বা এলাকা থেকে ১৩ পোল্টা গাজাসহ তাকে হাতে নাতে আটক করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
গুইমারা থানায় যোগদানের পর থেকে এস আই মো: ইয়াছিন ও এ এস আই প্রাণ কৃষ্ণ গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাসহ মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শুধু তাই নয় এই দুই নিষ্ঠাবান পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ যাবত ব্যাপক দ্রব্য আটক করেছে। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে বর্তমানে নিয়ন্ত্রনহীন মাদক অনেক আংশে কমে এসেছে বলে মনে করেন স্থানীয়রা।
পাশাপাশি এ ধরণের অভিযান অব্যাহত থাকলে নিয়ন্ত্রন হবে মাদকদ্রব্য, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে যুব সমাজ। এদিকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এস আই মো: ইয়াছিন বলেন, মরণ ব্যাধী এ মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যেই জড়িত থাকনা কেউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।