আল মামুন: খাগড়াছড়ি‘র পানছড়ি উপজেলার পৃজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভা এবং বার্ষিক বনভোজন বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে। একাডেমিক ভবন এর ভিক্তি প্রস্থর স্থাপন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সতীশ চন্দ্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, খাগড়াছড়ি পাজেপ‘র সদস্য এড. আশোতোষ চাকমা, খগেশ্বর ত্রিপুরা, শতরোপা চাকমা প্রমূখ। প্রতিষ্টানটির শিক্ষক বিজয় কুমার দে‘র পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদও ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ।
উল্লেখ্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা