নিজেস্ব প্রতিবেদক: স্বচ্ছতা,জবাবদিহীতা উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা এই স্লোগানকে সামনে করে গুইমারা সদর ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুইমারা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করা হয়।
গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন প্রমূখ। ২০১৭-১৮ অর্থ বছরে ৮২লক্ষ টাকা বাজেট ঘোষনা করা হয়।
বক্তরা বলেন, একটি ইউনিয়নের উন্নয়নে বাজেট ঘোষনা গুরুত্বপূর্ণ। তাই নানা দিক বিবেচনা করে এলাকাবাসীর উন্নয়নমূখী বাজেট হলে সবক্ষেত্রে উন্নয়ন প্রধান্য পাবে। সে সাথে আয় ও লক্ষমাত্র অর্জনে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহবান জানান প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।