ডেক্স রিপোর্ট:: রাঙ্গামাটি জেলার লংগুদুতে পাহাড়িদের বাড়িতে হামলা, লুটপাট, ৭০ বছরের বৃদ্ধাকে হত্যা ও ৩০০ বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিলে সেনা-পুলিশের হামলার ঘটনায় আজ বিকাল ৪ টায় খাগড়াছড়ি জেলা সদরে পিসিপি খাগড়াছড়ি জেলা ও কেন্দ্রীয় কমিটি’র যৌথ এক জরুরীসভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিশেষ জরুরী সভায় বক্তারা বলেন, এটা দিবালোকের মতো পরিষ্কার যে সকালে সর্বদলীয় সমাবেশে লংগদু জোন কমান্ডার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য প্রদান করে। এছাড়া সমাবেশে রাঙ্গামাটি জেলা পরিষদ এর সদস্য আবছার আলী, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বাঙ্গালী ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার কিছুক্ষন পরে সাম্প্রদায়িক হামলার ঘটনা সংগঠিত হয়। আলোচকরা মনে করেন সেনা-প্রশাসনের সহযোগিতা ছাড়া সেটলার বাঙ্গালীরা সাম্প্রদায়িক হামলা চালাতে পারতো না। প্রশাসনের ১৪৪ ধারা ঘোষণা হওয়ার পরও পাহাড়ি গ্রামে হামলা,লুটপাট,অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আজ দীঘিনালার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বিনা উস্কানীতে সেনা-পুলিশের হামলার ঘটনায় ও বিক্ষোভ মিছিল থেকে সেনাবাহিনী কর্তৃক আটক পিসিপি’র উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা, সাধারণ সম্পাদক জীবন চাকমাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং লংগদু উপজেলায় পাহাড়ি গ্রামে হামলা, লুটপাট, হত্যা ও ৩০০ বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জরুরীসভা থেকে আগামিকাল ৫ জুন ২০১৭ খাগড়াছড়ি জেলায় সকাল ৬.০০টা থেকে বেলা ১২.০০টা পর্যন্ত অর্ধ দিবস সড়ক অবরোধের কর্মসূচী ঘোষণা করা হয়।
জরুরীসভা থেকে এই অর্ধ দিবস সড়ক অবরোধের কর্মসূচী সফল করার জন্য সকল যানবাহন (বাস, ট্রাক, মিনিবাস, জীপ, সিএনজি, মাহেন্দ্র, অটোরিক্সা) সমিতিকে যানবাহন বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়। সড়ক অবরোধে এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরী ঔষধ সরবরাহকারী যান এবং সকল পরীক্ষার্থী আওয়তামুক্ত থাকবে। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।