নুরুল আলম: গত ৩ দিনে পার্বত্য অঞ্চলে টানা প্রবল বর্ষন ও পাহাড় ধসে ২ সেনা কর্মকর্তা ৩ সেনা সদস্য সহ প্রায় ১৫৩ জনের প্রাণহানি ও শত শত লোক আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি আরো জানান,অনেক বাড়িঘর সম্পূর্ণরুপে বিলীন হয়ে গিয়েছে। নি:স্ব হয়েছে হাজার হাজার লোক। সরকারের প্রতি ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের ক্ষতিপূরণ প্রদান সহ পূনর্বাসনের দাবি জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি নেতৃবৃন্দ।
তাছাড়াও ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের প্রতি সমবেদনা জানান তিনি।