নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সেক্টরে সদর দপ্তরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গুইমারায় বিজিবির সেক্টরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম,গুইমারা সেক্টর সদর দপ্তরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল ওহাব, রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ,বিজিবি’র গুইমারা সেক্টরের জিটুআই মেজর মোঃ হামিদুর রহমান, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মোঃ আশিকুর রহমান,গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ছাড়াও সেনা,বিজিবি,উপজেলা প্রশাসন,সাংবাদিকসহ সকল স্থরের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
