আল-মামুন,খাগড়াছড়ি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিসের র্যালী ও আলোচনা সভায় লোকে লোকারণ্য হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলায়। মঙ্গলবার সকাল থেকে সরকারী,দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়সহ শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৫ আগষ্টের সকাল শুরু করে দলীয় নেতাকর্মীরা।
খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের বিভক্ত দু’গ্রুপ,জেলা প্রশাসন,পুলিশ সুপার,পৌর সভা,প্রেস ক্লাবসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। এ সময় জনস্রোত নামে খাগড়াছড়িতে। বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম সমর্থিতরা: সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম সমর্থিত নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু করে।
জাহেদুল আলমের নেতৃত্বে শোক র্যালীতে এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমির দত্ত,যুগ্ম সম্পাদক এসএম সফি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠোয়ারী,জেলা শ্রমিকলীগ আহবায়ক নুরনবী,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাঈনুল ইসলাম,আমির হোসেন,নাজমুল হাসান অপু,ইমাম হোসেন মানিক,মো:উমর,রনি,মো: ফারুক, হাবিবুর রহমান,প্রজ্ঞাবির চাকমা,সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা,দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন পলাশ, পাঠাগার সম্পাদক-কোরবান আলীসহ আওয়ামীলীগ,ছাত্রলীগসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহণে জন¯্রােতে পরিণত হয় খাগড়াছড়ির প্রধান প্রধান সড়ক।
সরকারী কর্মসূচী: স্ব-স্ব প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ৯টার দিকে সম্মিলিত ভাবে শোক র্যালী ও খাগড়াছড়ির টাউন হলে আলোচনা করে। এসময় উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্তী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম,পুলিশ সুপার মো: আলী আহম্মদ খাঁন,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ি সিভিল সার্জনসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা র্যালীতে অংশ নেয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সমর্থিতরা: মঙ্গলবার সকালে খাগড়াছড়ি কদমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের পর দুপুর সাড়ে ১২টার শোক র্যালী করে নেতাকর্মীরা।
এতে অংশ নেয় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংক্যচিং চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও খাগড়াছড়ি পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও পাজেপ সদস্য জুয়েল চাকমা, সাবেক জেলা সেচ্ছাসেবক লীগের নেতা পার্থ ত্রিপুরা জুয়েল,জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন বড়–য়া,আওয়ামীলীগ,যুবলীগ নেতা জাবেদ হোসেন,হেলালসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এসময় অংশ নেয়।