নুরুল আলম:: খাগড়াছড়ি ২৯৮ নং আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।এই আসনে দলীয় মনোনয়ন আওয়ামীলীগ প্রার্থী পাওয়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কয়েকবার এই আসনে নিবাচন করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দেয়া হয়েছে। একই আসনে মনোনয়ন জমা দিয়ে বৈধতা প্রকাশ পেয়েছে, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম ফরহাদ, জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, ইসলামী আন্দোলন এর আব্দুল জব্বার গাজী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমিরিন দেওয়ন, গণফোরামের প্রার্থী আমজাদ হোসেন চৌধুরী।
সোলায়মান আলম শেঠ বলেন, র্দীঘদিন যাবৎ আমি খাগড়াছড়িবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবে। মাঠ পর্যায়ে মানুষের সাথে কাজ করে আমি বুঝেছি, জাতীয়পার্টিকে জনগণ চায়। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমার মাধ্যমে জাতীয় পার্টিকে এই আসন থেকে সংসদে পাঠাতে চায়।
Leave a Reply