নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি খাগড়াছড়ি শাখার উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: রাজেন্দ্র ত্রিপুরা। এসময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ির ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কান্তি ত্রিপুরা, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, নাটাব’র খাগড়াছড়ির শাখার সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া, প্রোগ্রাম অগ্রানাইজার মোঃ হেলাল।
এতে খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, যক্ষ্মা রোগ হলে আতংকিত না হয়ে নিটকস্থ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া প্রয়োজন। এবং যক্ষ্মা রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমকর্মীদের আরো বেশি ভূমিকা নেয়ার আহ্বান জানান।
Leave a Reply