আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সিএইচটি নিউজ ডটকম’র বিরুদ্ধে খাগড়াছড়িতে তথ্য-প্রযুক্তি আইনে মামলা


ডেক্স রিপোর্ট:: বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে ওয়েব পোর্টাল সিএইচটি নিউজ ডটকম’র বিরুদ্ধে খাগড়াছড়িতে তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়িতে জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।

মামলায় যতন কুমার ত্রিপুরা অভিযোগ করেন, গত ৫ ফেব্রæয়ারী প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র মুখপত্র ওয়েব পোর্টাল সিএইচটি নিউজ ডটকম-এ বাংলাদেশ সেনাবাহিনী ও আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন,মনগড়া, মিথ্যা ও উস্কানীমূলক।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, তথ্য-প্রযুক্তি আইনে ২৯ ও ৩১ ধারায় হয়েছে। তদন্ত সম্পৃত্ততা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এর আগে অপপ্রচারের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সাংবাদিক সম্মেলন করা হয়।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!