Home » আলোচিত বাংলাদেশ » নানিয়ারচরে বাস উল্টে ১ যাত্রীর মৃত্যু

নানিয়ারচরে বাস উল্টে ১ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় যাত্রীবাহি বাস উল্টে চিকন চাঁন চাকমা (৬০) নামের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১২ যাত্রী। সোমবার (১৩ মে) উপজেলার ১৭ মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি থেকেখিাগড়াছড়িগামী যাত্রীবাহি বাস (চট্টমেট্রো জ-০৫-০২৫৩) নানিয়ারচর উপজেলার সতেরো মাইল নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলে ১২জন আহত হয়।

স্থানীয়রা এসময় আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে আনার পথে চিকন চান মারা যায়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

বাকীরা চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে ফিরে গেছেন বলে রাঙামাটি সদর হাসপাতাল সূত্র নিশ্চিত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পলাতক রয়েছে।

About admin

Leave a Reply