নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির দীঘিনালায় জাল টাকাসহ দুই তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ এক লক্ষ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালের দিকে দীঘিনালার বোয়ালখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ অবৈধ তক্ষক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নায়ারণগঞ্জের সোনারগাঁ থানার খৈতার গ্রামের মৃত মোসলেম আলী’র ছেলে মো. শাহাদাত হোসেন। পরে আটককৃত শাহাদাত হোসেনের দেয়া তথ্যমতে তক্ষক পাচার চক্রের অন্যতম হোতা মো. সাইদুল ইসলামকে দীঘিনালার রশিক নগর এলাকা থেকে আটক করে যৌথবাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীসূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড় থেকে তক্ষক পাচার করে আসছিল।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উওম চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।