ফোরকানুল হক সাকিব,গুইমারা:: ডেঙ্গু নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা মুলক র্যালী অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির গুইমারায়। বুধবার সকাল ১১টায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী শেষে বাজার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাঠ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এতে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার বড়–য়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী,সুইমং মারমা, দপ্তর সম্পাদক রামপ্রæচাই চৌধুরী,ডা.নুরনবী,কংজরী মারমা,গুইমারা প্রেসক্লাবের আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়। এ সময় পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্ট গুইমারা উপজেলা ইউনিট অংশ গ্রহণ করে।
এতে নেতৃবৃন্দরা বলেন, ডেঙ্গু নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই সকলে মিলে সচেতন হলেই ডেঙ্গু নির্মূল সম্ভব। পাশাপাশি ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান জানান অতিথিরা।