নিজস্ব প্রতিবেদক:: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে গণতান্ত্রিক ভোটে সভাপতি পদে আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার দেব নির্বাচিত হয়েছে। শনিবার বিকেলে দ্বিতীয় অধিবেশনে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে বর্তমান সভাপতি মো. বাহার মিয়ার পতন ঘটিয়ে ৯ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি আব্দুল মোমিন।
২২৬ জন কাউন্সিলের মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকে আব্দুল মোমিন পেয়েছে ৮৩ ভোট, মো. বাহার মিয়া পেয়েছে ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিকে বিজয় কুমার দেব ১৩১ ভোট পেয়ে জয়যুক্ত হয়। আম প্রতিক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী আবু তাহের পেয়েছে ৮৪ ভোট।
বিগত সাত বছর পর শনিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ কাউন্সিলের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রধান অতিথি এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অধিবেশন উদ্বোধন করেন।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক মেয়াদী কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য আবদুল জব্বার,খগেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক চন্দন কুমার দে, যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলসহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।