নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার মধ্য-হাফছড়ি এলাকার বাসিন্দা মোঃ আব্দুল খালেক নামক অসহায় ব্যক্তিকে হয়রানি মুলক মামলা দিয়ে তার দীর্ঘদিন যাবত স্থায়ী বসবাসরত ঘর ও ভূমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।
২ সেপ্টেম্বর (সোমবার) সকালে রামগড় সহকারী ভূমি কমিশনার ও সার্ভেয়ার জাহাঙ্গীর, গুইমারা মাদ্রাসার শিক্ষক ইউসুফ, স্থানীয় শেখ মোঃ ইব্রাহীম, মুক্তিযোদ্ধা হেলাল, মোহাম্মদ আলী, আসারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্যগনের উপস্থিতিতে তদন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিবাদী পক্ষে ছিলেন, আব্দুল খালেক ও তার পুত্র ও কন্যা। বিবাদীর স্বাক্ষীগণ উপস্থিত হওয়ার পূর্বেই তদন্ত শেষ করে ভূমি কর্মকর্তাগণ এলাকা ত্যাগ করেন। এতে বিবাদী পক্ষ অসন্তোশ প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৪ জুলাই’১৯ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের বরাবের বাদী মোহাম্মদ আলী মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা নম্বর- ৮৮/২০১৯। এর প্রেক্ষিতে রামগড় ভূমি কমিশনার রামগড়ের নিকট তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেয় আদালত। তারই প্রেক্ষিতে উল্লেখিত তদন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।