নুরুল আলম:: গুইমারা উপজেলার নবনির্মিত বড়পিলাক স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চোধুরীর সভাপতিত্বে এতে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় এবতেদায়ী মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার তুষার আহম্মেদ, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, গুইমারা মাদ্রাসার সুপার মো. জয়নাল আবেদীন, বড়পিলাক জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ এতে অংশ নেয়।
এতে প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার মাদকাসক্ত না হয়ে সু শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশের গর্বিত সম্পদে রূপান্তরিত হতে পারে সেদিকে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
তাই শুধু শিক্ষকদের নয়, শিক্ষা ক্ষেত্রে গৌরব অর্জনের ক্ষেত্রে সকল অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। এ সময় তিনি স্থানীয় বড়পিলাক বাসীর বিভিন্ন দাবী পুরণের প্রতিশ্রুতি দেন।