নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে ৪৭০ পিস ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে খাগড়াছড়ি মিনি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মহিনী চাকমা (৩৫) ও রত্মা চাকমাকে (৩৪) আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত দুই নারী দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের মিনি সুপার মার্কেটে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪৭০ পিস ইয়াবা ও ব্যাগসহ নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। খাগড়াছড়ির ডিবি পুলিশের পরিদর্শক রাজু আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।