আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. শাকিল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে দৃর্বৃত্তরা। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। মেরুং ইউনিয়ন স্থানীয়রা এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে। তবে পূর্ব শত্রুতার বা জমি বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান স্থানীয়রা।
ইউপি চেয়ারম্যান রতন জানান, ব্যক্তিগত কাজে শাকিল রেংকার্য্য এলাকায় যান। রাতের তার মৃত্যুর খবর পায়। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মেরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাকিলকে খুনের পর তার লাশ একটি গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা ওসি উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকায় আওয়ামী লীগ সভাপতি শাকিলকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।