আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা সম্মেলন কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমনকে স্বাগত জানিয়ে শোডাউন করেছে খাগড়াছড়ি জেলা কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী দিদারুল আলম দিদার সমর্থকরা। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এ শোডাউন শুরু হয়।
উৎসব মুখোর পরিবেশে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় শোডাউন। এ সময় কাউন্সিল ও সম্মেলন সফল করতে নানা স্লোগানে মুখোরিত হয়ে উঠে রাজপথ।
পরে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা করে সংগঠনের নেতাকর্মীরা। এতে সাবেক খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নরুন্নবী ও আওয়ামীলীগ,ছাত্রলীগ-যুবলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।