নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মা মেয়েসহ ৪ জনকে আটক করা হয়।ঘটনার সত্যতা স্বীকার করেছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘীনালা থানা উপ পরিদর্শক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল মো. ফয়সাল (৫২) কে অাটকে করে। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়ে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব এর নেতৃত্বে অভিযান চালায়।
এসময় উত্তর মিলনপুরে মোঃ শেখ ফরিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী সালেহা খাতুন এবং তার মেয়েকে ৩ কেজি গাঁজাসহ আটক করে। এসময় নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দে জানান,’ অটককৃত গাঁজা সেবনকারী’র তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে ‘।