ফোরকানুল হক সাকিব, গুইমারা:
গুইমারা,রামগড়,মানিকছড়ি,মাটিরাঙ্গা ও লক্ষীছড়ি উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের মতবিনীময় সভা করেছেন,২৪ আর্টিলারী ব্রিগেড,গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান।
রবিবার(১৫ডিসেম্বর)সকাল সাড়ে ৯টায় রিজিয়ন সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম,মেজর মোহাম্মদ পারভেজ,গুইমারা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক নুরুল আলম,সদস্য সচিব এম দুলাল আহম্মেদ,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সা.সম্পাদক মুজিবুর রহমান মুজিব, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু,লক্ষীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন,মানিকছড়ি প্রেসক্লাবের মো: মান্নানসহ উপজেলাসমুহের সিনিয়র সাংবাদিকরা।
রিজিয়ন কমান্ডার বলেন,অপারেশন উত্তরণের আওতায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি “শান্তি স¤প্রীতি ও উন্নয়ন” এ মুল মন্ত্রে দীক্ষিত হয়ে পার্বত্য অঞ্চলের আপামর জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এক শ্রেনীর স্বর্থান্বেষী মহল পার্বত্য চট্রগ্রামকে অশান্ত করতে দেশের গন্ডি পেরিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও মিথ্যা,অপপ্রচার চালিয়ে যাচ্ছে।পার্বত্য অঞ্চলের স¤প্রীতি রক্ষায় সাংবাদিকদের মূখ্য ভুমিকা রাখতে হবে।দেশ প্রেমে উদ্ভোদ্ধ হয়ে সত্যকে এবং পার্বত্য চট্রগ্রামের সম্বাবনাময় দিক গুলো এবং জাতীয় ও আন্তর্জাতীক ভাবে তুলে ধরতে হবে।তার সাথে সা¤প্রদায়িক সম্প্রীতি বিনষ্টহয় এমন কোন সংবাদ পরিবেশন না করে এলাকার উন্নয়নে বাস্তব ভিত্তিক সংবাদ তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান।