আল-মামুন,খাগড়াছড়ি:: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুসহ জাতীয় নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা, আত্মত্যাগীদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।
সোমবার সকাল ৯টায় নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনস্থ বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা। এ সময় ১ মিনিট নীরবতা পালন করে সংক্ষিত সমাবেশ শেষে চেঙ্গী এস্কায়ারে অবস্থিত শহীদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয় আত্মত্যাগী শ্রেষ্ঠ সন্তানদের।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,মংক্যচিং চৌধুরী,জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,শতরূপা চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল,জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা,সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম,মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা শাহিনাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এদিকে মহান বিজয় দিবস পালন উপলক্ষে ১৬ কিলোমিটার সাইক্লিং যাত্রার মধ্য দিয়ে ভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করেছে “রোডস্ট্যার রাইডার্স খাগড়াছড়ি” নামের স্থানীয় একটি সংগঠন।