নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: প্রকৃতির নিয়মে ঘটছে সবই। তারই সূত্র ধরে শীতকালীন জনপ্রিয় সবজি ফুলকপিও। ফুলকপি চাষে কৃষকেরও আগ্রহের কোন কমতি নেই। এবার তাক লাগানো ব্যাতিক্রমী এক ফুলকপির খোঁজ মিলেছে খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী পানছড়ি উপজেলায়। একটি গাছে ১টি ফুল ধারার নিয়ম দেখা গেলেও একটি বা দুটি নয়, ছোট-বড় মিলে বিশটি ফুলকপি ধরেছে একটি গাছে।
পানছড়ির তালুকদার পাড়ার কবির আহাম্মদের ছেলে কৃষক মো. আমিনুল হকের জমিতে এই বিরল ফুলকপির দেখা মিলে।
শুধুমাত্র বিশটি ফুলকপিই নয়, তাঁর জমিতে ছয়টি ফুলকপি ধরেছে অপর একটি গাছে। এ কপি নিজেদের খাওয়ার জন্য উত্তোলন করেছেন বলেও জানান কৃষক মো. মো. আমিনুল হক। সে ফুল কপি দেখতে সাধারনের মানুষ ভীড় করেছে তার বাড়ীতে।
পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশের অক্ষয় মেম্বার পাড়া সড়কের পাশে ৬০ শতক জমিতে এ মৌসুমে ফুলকপি চাষ করেন কৃষক মো. আমিনুল হক। দীর্ঘ বছর ধরে ফুলকপি চাষ করলেও এমন ঘটনা এবারই প্রথম ঘটেছে বলে তিনি জানান।
শনিবার খবর পেয়ে মো. আমিনুল হকের জমিতে ছুটে আসেন পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন শেখ। এক গাছে বিশ ফুলকপি এটাই প্রথম জানিয়ে তিনি বলেন, ওক্সিন হরমোনের প্রভাবে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।