পতাকা উত্তোলন,কেক কাটা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,কেক কাটা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,আওয়ামীলীগ নেতা নুরনবী চৌধুরী.কল্যাণ মিত্র বড়ুয়া,খগেশ্বর ত্রিপুরা,মংসুইপ্রু চৌধুরী অপু,জুয়েল চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল,যুবলীগ সভাপতি যতন ত্রিপুরা, বিশ্বজিত রায় দাশ,আম্রে মারমাসহ অঙ্গ-সংগঠনের নেতারা এতে অংশ নেয়।
পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উৎসবমুখোর অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত।