খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
আল-মামুন,খাগড়াছড়ি:: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর র্যালির নেতাকর্মীরা সরকারী হাই স্কুল মাঠে কনসার্টে অংশ নেয়।
সময় জেলা ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাতের অনুষ্ঠিত কনসার্টে ব্যান্ডদল নাটাই-লালনের মঞ্চ মাতানোর গানে উৎভাসিত হয়ে উঠে পাবর্ত্য জনপদ খাগড়াছড়ি।
এতে-খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের নেতা মংসুইপ্রু চৌধুরী অপু,পার্থ ত্রিপুরা জুয়েল ও সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ সংগঠনের নেতাকর্মী,স্থানীয় সামরিক-বেসামরিক নেতৃবৃন্দ ও সর্বস্থরের মানুষ আনন্দ-উল্লাসে মেতে উঠে।