নুরুল আলম:: গুইমারা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা ও সাধারন সম্পাদক পদে আইয়ুব আলী নির্বাচিত হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে কাজী মফিজুর রহমানকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়ে।
সকল সদস্যের ভোটে সাধারন সম্পাদক ও সদস্য নির্ধারিতদের মধ্যে সাধারন সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে আইয়ুব আলী ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। মফিজুল ইসলাম আম মার্কা নিয়ে প্রতিদন্ধিতা করে ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
৬০ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটার ভোট গ্রহণ করা গেলেও অনুপস্থিত ছিল ৫ জন সদস্য। তার মধ্যে সাধারন সম্পাদক ১টি পদে ২জন ও ৬ জন সদস্য পদে ৭ জন জয়ের লক্ষে ভোটে অংশ নিলেও
নির্বাচনে জয়যুক্তরা হচ্ছে-আতিয়ার রহমান কলস মার্কা নিয়ে ৪৮ ভোট, জামাল উদ্দিন হরিণ মার্কা নিয়ে ৪২ ভোট, কেফায়েত উল্লাহ মই মার্কা নিয়ে ৪৪ ভোট, বিটু কান্তি ধর উরোজাহাজ মার্কা নিয়ে ৩৯ ভোট, মংশেঅং মারমা মোরগ মার্কা নিয়ে ৪৪ ভোট,ফজলুল হক তালাচাবি মার্কা নিয়ে ৪৪ ভোট, আনোয়ার হোসেন বই মার্কা নিয়ে ২৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে এ নির্বাচন প্রক্রিয়ায় উপজেলা সমবায় কর্মকর্তা প্রভাকর চৌধুরী, সদস্য বেলায়ত হোসেন ও বিপ্লব শীল সকল কার্যক্রম পরিচালনা করেন।