আল-মামুন,খাগড়াছড়ি:: ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দিনব্যাপী গুইমারা চাইন্দামণি বৌদ্ধ মেলা শুরু হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর উপস্থিতিতে বৌদ্ধ পূজার মধ্য মেলা শুরু হয়।
মেলায় হাজারো দর্শনার্থী-পূর্ণার্থী অংশ নেয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ রীতিনীতি অনুসরণ করে মেলা প্রাঙ্গন আনন্দে মেতে উঠে আগতরা। মেলায় এতে ৪ হাজার দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীর ভোজের আয়োজন করা হয়। সকল সম্প্রদায়ের মানুষের পদাচারণায় মুখোর হয়ে উঠে মেলাস্থল চাইন্দামণি এলাকা।
ঐতিহ্যবাহী এ মেলা দেখতে খাগড়াছড়ি জেলার নয় উপজেলা ছাড়াও বিভিন্ন পাশ্¦বর্তী জেলা থেকে ছুটে আছে অসংখ্য মানুষ। এতে গুইমারা থানার ওসি বিদ্যুৎ বড়ুয়াসহ জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়। জেলা পরিষদ চেয়ারম্যান মেলার আয়োজনের খোঁজ খবর নেন।
মেলায় বিভিন্ন শিশুসহ সকল বয়সের মানুষের প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী, রকমারী জিনিসপত্রের হাট বসে। সকল ধর্মের মানুষের সরব উপস্থিততে লোকে লোকারণ্য চাইন্দামণি এ যেন এক সম্প্রীতি অটুট মেলবন্ধন ।